Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

মেয়রের বার্তা

বিসমিল্লাহির রহমানির রহিম

দিনাজপুরপৌরসভায়আপনাকে স্বাগতম!

সম্মানিতদিনাজপুরপৌরবাসী,


দিনাজপুর পৌরসভা একটি স্থানীয় সরকার প্রতিষ্ঠান। ১৮৬৯ খ্রিষ্টাব্দেপ্রতিষ্ঠানটির যাত্রা শুরু। নির্বাচিত জন প্রতিনিধিদের দ্বারা পরিচালিতদিনাজপুর পৌরসভা নাগরিকদের সার্বক্ষনিক সেবা প্রদানে দায়বদ্ধ। দৈনন্দিননাগরিক সুবিধা প্রদানের মাধ্যমে জীবন যাত্রাকে সহজ ও গতিশীল করার মানসেপ্রতিষ্ঠানটি তার সাধ্য অনুযায়ী দায়িত্ব পালন করে যাচ্ছে।
পৌর সেবা প্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা এবং আমলাতান্ত্রিকজটিলতা পরিহার করে নাগরিকদের সেবা গ্রহণ প্রক্রিয়া সহজ করার জন্য সর্বোপরিAvaywbK বাংলাদেশ গড়ার লক্ষ্যে দিনাজপুর পৌরসভা প্রযুক্তি নিয়ে কাজকরেযাচ্ছে৷

 

দিনাজপুর পৌরসভার  ওয়েব সাইটটেপৌরসভার সেবা সমূহ, সেবাগ্রহনের প্রক্রিয়া বা সিটিজেন চার্টার এবং বিভিন্ন তথ্য ও উপাত্ত সংক্ষিপ্তআকারে তুলে ধরা হ‡”Q। এর ফলে সেবা গ্রহীতাদের মধ্যে পৌর সেবা সম্পর্কেসচেতনতা বৃদ্ধি পাবে-- অন্যদিকে সেবা গ্রহীতাদের প্রতি পৌর কর্তৃপক্ষেরদায়বদ্ধতা বৃদ্ধি পাবে।

 


দিনাজপুর পৌরসভার ওয়েব সাইটে পৌর এলাকায় অবস্থিত বিভিন্ন নাগরিকসেবাদানকারী প্রতিষ্ঠানের নাম, ঠিকানা, ল্যান্ডমার্ক (অবস্থান), প্রতিষ্ঠানপ্রধানের নাম ও পদবী, গনসংযোগকারী কর্মকর্তা / কর্মচারীর নাম ও পদবী, ফোন ওফ্যাক্স নম্বর, ই- মেইল ও ওয়েব সাইট ঠিকানা সম্বলিত পৌরসভা সার্ভিসডিরেক্টরী উপস্থাপন করা nq। গুনগত পৌর সেবা প্রদানে Z_¨ I †hvMv‡hvM cÖhyw³ আগামী দিনগুলোতে গুরুত্বপূর্ন ভুমিকা পালন করবে বলে আমাদের বিশ্বাস।



সৈয়দ জাহাঙ্গীর আলম

মেয়র
দিনাজপুর পৌরসভা, দিনাজপুর।