গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
শহর সমাজসেবা কার্যালয়
দিনাজপুর।
‘‘ভর্তি বিজ্ঞপ্তি’’
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, শহর সমাজসেবা কার্যালয়, দিনাজপুর কর্তৃক পরিচালিত ৬(ছয়) মাস মেয়াদী (জানুয়ারী/১৩ হইতে জুন/১৩) সার্টিফিকেট-ইন-কম্পিউটার ডিপেস্নামা কোর্সে ২১তম ব্যাচে ভর্তির আবেদন ফরম ২০/১১/২০১২ হইতে ০৬/১২/২০১২ তারিখ পর্যমত্ম অফিস চলা কালিন সময়ে দিনাজপুর শহর সমাজসেবা কার্যালয় হইতে বিতরন করা হইবে।
সময় সুচীঃ-
১। ফরম গ্রহনের সময়- ২০/১১/১২ হইতে ০৬/১২/১২ পর্যমত্ম
|
২। ফরম জমা দেওয়ার শেষ তারিখ- ১০/১২/২০১২ পর্যমত্ম
৩। সাক্ষাৎকার গ্রহনের তারিখ ১৭/১২/১২ ও ১৯/১২/১২ ইং তারিখ
৪। ভর্তির তারিখ ২৩/১২/১২ হইতে ৩১/১২/১২ পর্যমত্ম
ভর্তির নিয়মাবলীঃ-
১। কম্পিউটার কোর্স ভর্তি ফি= ২,০০০/-
২। শিক্ষাগত যোগ্যতা- এইচ এস সির উর্দ্ধে
৩। সেলাই প্রশিক্ষন ফি- ৫০০/- টাকা
বিঃ দ্রঃ- অধিক শিক্ষাগত যোগ্যতাদের অগ্রাধিকার দেওয়া হইবে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস